ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আইসিটি খাতে বিনিয়োগ এসেছে ৮শ’ বিলিয়ন ডলার: পলক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ৩০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১২:৫৬, ৩০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

কয়েক মাসের মধ্যে দেশে তথ্যপ্রযুক্তি খাতে ৮শ’ বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে। আর বাংলাদেশ আইসিটি সেক্টর থেকে একশ’টি দেশে ১.৪ বিলিয়ন ডলার রপ্তানী করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার সকালে আগারগাঁও-এ আইসিটি টাওয়ারে নবনির্বাচিত বিসিস সদস্যদের সঙ্গে রূপকল্প-২০৪১ বাস্তবায়ন তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সরকারি ও বেসরকারিভাবে ঐক্যবদ্ধ চেষ্টার ফলে তথ্য প্রযুক্তি শিল্পে উন্নয়ন করা সম্ভব হয়েছে। আগামিতে ৫ মিলিয়ন ডলার রপ্তানীর পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে জানান প্রতিমন্ত্রী। 

কয়েক মাসের মধ্যে দেশে তথ্যপ্রযুক্তি খাতে ৮শ’ বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে উল্লেখ্য করে প্রতিমন্ত্রী বলেন ভবিষ্যতে আরও আসবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি